আশুলিয়ায় আগুন, পুড়ল ঝুট গোডাউন
সাভার (ঢাকা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:২৫ ১৫ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকার সাভারের আশুলিয়ায় শনিবার দুপুরে একটি ঝুট গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আশুলিয়ার আহাদনগর এলাকায় হাজী আব্দুল মালেকের ঝুট গোডাউনে এই আগুন লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুড়ে গেছে গোডাউনে থাকা ঝুট।
ডিইডিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ঝুট গোডাউনে আগুন লাগার খবর শুনে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে গোডাউনে থাকা সমস্ত ঝুট পুড়ে যায়।
তিনি আরো জানান, ১৫০ বর্গফুটের টিনশেডে ঝুট গোডাউনটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে তাদের বেগ পেতে হয়। তবে আগুন আশপাশের দোকান ও স্থাপনাতে ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ডেইলি বাংলাদেশ/এমকে