আশরাফুলকে ছাড়িয়ে গেলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৩২ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ভারত একমাত্র ইনিংসে ৬ উইকেটে করে ৪৯৩ রান। বাংলাদেশ দুই ইনিংসে করে যথাক্রমে ১৫০ ও ২১৩ রান।
বাংলাদেশের মুশফিকুর রহিম ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি ভারতীয় বোলারেদের সামনে। প্রথম ইনিংসে ৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে তার ব্যাট থেকে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেলেন মুশফিক।
ভারতের বিপক্ষে টেস্টে মোহাম্মদ আশরাফুলের মোট রান ৩৮৬। তার ১১ ইনিংসে ছিল ১টি শতক ও ২টি অর্ধশতক, ব্যাটিং গড় ৪২.৮৮।
ইন্দোর টেস্ট শুরুর আগে আশরাফুলের চেয়ে ৪৯ রানে পিছিয়ে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৪৩ রান করে সেই ব্যবধান কমিয়ে আনেন মাত্র ৭ রানে। আর দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করে ভারতের বিপক্ষে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিকই।
ভারতের বিপক্ষে ৯ ইনিংসে মুশফিকের সংগ্রহ ৪৪৪ রান। গড় ৫৫.৫। হাঁকিয়েছেন একটি অর্ধশতক ও ২টি শতক। সর্বোচ্চ ইনিংস ১২৭ রান।
ডেইলি বাংলাদেশ/এম