Alexa আর মাত্র ১২ দিন বাকি, আপনি কতটা প্রস্তুত?  

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি-২৯

আর মাত্র ১২ দিন বাকি, আপনি কতটা প্রস্তুত?  

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০২ ১৭ আগস্ট ২০১৯  

১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। খুব বেশি সময় হাতে নেই। সুতরাং পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে সময়ের সদ্ব্যবহার করুন। আপনার প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন.....

১. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত?

ক. 60
খ. 30
গ. 50
ঘ. 56

২. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?

ক. স্কটল্যান্ড
খ. মায়ামি শব্দটির সার্থক
গ. লন্ডন
ঘ. ম্যানচেস্টার

৩.‘সর্বজন’- এর বিশেষণ কি?

ক. বিশ্বজনীন
খ. বিশ্ব জন
গ. সর্বজনীন
ঘ. ঐশ্বরিক

৪. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত?

ক.৪২
খ.৫২
গ.৪১
ঘ.৪৫

৫. Dog days means?

ক. Hot weather
খ. A period of misfortune
গ. A time when dogs roam the street
ঘ. A period of being care- free

৬. At least one of the students —— full marks every time.

ক. Are getting
খ. gets
গ.hve got
ঘ. get

৭.কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?

ক.লর্ড কর্ণওয়ালিশ
খ.লর্ড ক্লাইভ
গ.লর্ড কার্জন
ঘ.লর্ড মাউন্টব্যাটন

৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন কোথায় ?

ক.ঢাকায়
খ.নারায়ণগঞ্জে
গ.লাহোরে
ঘ.করাচীতে

৯.১৭৯৩সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিলেন?

ক. লর্ড হেস্টিংস
খ. লর্ড ক্লাইভ 
গ. লর্ড ডালহৌসি 
ঘ. লর্ড কর্নওয়ালিশ

১০. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

ক. নবাব সিরাজউদ্দৌলা
খ. মুর্শিদ কুলী খান
গ. ইলিয়াস শাহ
ঘ. আলাউদ্দিন হুসেন শাহ

১১. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন কোথায়?

ক. পল্টন ময়দানে
খ. মানিক মিয়া এ্যাভিনিউতে
গ. সোহরাওয়ার্দী উদ্যানে
ঘ. লালদিঘী ময়দানে

১২. কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?

ক. মুর্শিদকুলী খাঁ
খ. শায়েস্তা খাঁ
গ. আলীবর্দি খাঁ
ঘ. উপরের কোনটিই সত্য নয়

১৩. ফল পাকলে যে গাছ মারা যায়?

ক. ঔষধি
খ. ওষধ
গ. ঔষধী
ঘ. ওষধি

১৪. What is the noun of the word ‘extreme’? 

ক. extremity
খ. extremely
গ. extremeness
ঘ. extremise

১৫. He is ____ heir to his father’s property. 

ক. one 
খ. the 
গ. an
ঘ. none of these

১৬. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ?

ক. ২৩ ফেব্রুয়ারী ১৯৪০
খ. ২২ মার্চ ১৯৪০
গ.২৩ মার্চ ১৯৪০
ঘ.২৩ মার্চ ১৯৪২

১৭. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল?

ক. ধানের শীষ
খ. নৌকা
গ. লাঙ্গল
ঘ. বাইসাইকেল

১৮.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?

ক. ১৮৫৮ সালে
খ. ১৮৮৫ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৯ সালে

১৯.বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?

ক. আসক্তি
খ. যোগ্যতা
গ. আকাঙ্ক্ষা
ঘ. দৃঢ়তা

২০. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গর্ভনর কে ছিলেন ?

ক. লর্ড ক্লাইভ 
খ. জন কাটিয়ার 
গ. শায়েস্তখান 
ঘ. লর্ড ডালহৌসি

সঠিক উত্তরঃ ১.গ ২.গ ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.ক ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.খ ১৯.গ ২০.খ।

ডেইলি বাংলাদেশ/এমএইচ