Alexa আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২৮ ১৬ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে আমড়া গাছ থেকে পড়ে আব্দুল কাদির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউপির অনুপমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল কাদির ওই গ্রামের ফকির আলীর বিশ্বাসের ছেলে। 

নিহতের ভাই স্কুল শিক্ষক দলিল উদ্দীন জানান, আব্দুল কাদির বুধবার দুপুরে বাড়ির পাশের একটি আমড়া গাছে উঠে আমড়া পাড়ছিলেন। এ সময় ডাল ভেঙে নিচে পড়লে তিনি আহত হন। উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী।

ডেইলি বাংলাদেশ/আরএম