Alexa আমের রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার

আমের রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার

রোকসানা আক্তার ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:২০ ২১ জুন ২০১৯   আপডেট: ১৬:১০ ২১ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাচীন জনপদ অনেক ইতিহাসে্র সাক্ষী রেখে যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বলা হয় আমের রাজধানী। আর সেই জেলার শিবগঞ্জ  উপজেলার কানসাটে বসে বাংলাদেশের বৃহওম আমের বাজার। 

কানসাটের সংক্ষিপ্ত ইতিহাস:
এককালের অত্যাচারী মুসলিম বিদ্বেষী জমিদার শীতাংশু বাবুর জমিদার বাড়ী যা কানসাট জমিদার বাড়ী হিসাবে বেশ পরিচিত।১৯৪০ সালে প্রায় ১২টি ইউনিয়নের মুসলমান সম্প্রদায় একএ হয়ে জমিদারদের অত্যাচারী কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি মামলা করে। এই মামলায় জমিদার শীতাংশু বাবু হেরে যাওয়ার আশঙ্কায় স্থানীয় মুসলিম সম্প্রদায়কে ডেকে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিশ্চিত বিপদ থেকে রক্ষা পান।বর্তমানে জমিদারী প্রথা না থাকলেও অক্ষত রয়ে গেছে জমিদার বাড়ি। নাই আগের জৌ্লুস্য, গাছপালা গজিয়ে জানান দিয়েছে ধংসের আহব্বান।

যাওয়ার উপযুক্ত সময়:
রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে অনেক আমের বাজার থাকলেও কানসাটের আমের বাজার পাইকারি বাজারের জন্য সবচেয়ে বড় এবং বিখ্যাত এ যেন এক আমের রাজ্য। আম পরিপক্ক হওয়ার পর থেকেই এই বাজারে আম আসা শুরু করে। সাধারণত মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত কানসাট বাজার আমে ভরে থাকে। তবে জুন মাসের পুরো সময় মূলত সবচেয়ে বেশি জমজমাট থাকে।

আশেপাশের দর্শনীয় স্থান:
আম বাগানের পাশাপাশি সেখানে বিভিন্ন আছে ছোট সোনা মসজিদ, আলপনা গ্রাম টিকইল ও কানসাটের জমিদার বাড়ি।

ডেইলি বাংলাদেশ/আরএ/জেএমএস