Alexa আমিরাতে বাস দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক

আমিরাতে বাস দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:০৪ ১২ জুলাই ২০১৯  

সংযুক্ত আরব আমিরাতে বাস দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন।

তবে হতাহতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খালিজ টাইমসের।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দেশটির রাস আল খাইমাহর শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে বাস দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

রাস আল খাইমাহ (রাক) পুলিশের সেন্ট্রাল অপারেশন রুমের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সায়িদ আল হুমাইদ বলেন, রাস্তায় গাড়ি ওভারটেকিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটেছে।

ব্রিগেডিয়ার মোহাম্মদ সায়িদ আল হুমাইদ বলেন, দুর্ঘটনায় দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন বয়সী অপর ৩১জন শরীরে আঘাত পেয়েছেন।

এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অপর ২৩ জন সামান্য জখম হয়েছেন। আহতদের সবাইকে উদ্ধারের পর মেডিকেল সেবা ও চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/আরএ