Alexa আমবাগানে ঝুলছে কলেজছাত্রীর মরদেহ

আমবাগানে ঝুলছে কলেজছাত্রীর মরদেহ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৪৯ ১৯ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গার পীরগাছা থেকে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রাখালগাছা মোড়ের একটি আমবাগান থেকে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোছা. তামান্না খাতুন টিয়া রাজশাহীর বাগমারার সমসপাড়ার মো. আব্দুর রশীদের মেয়ে। সে পুঠিয়ার সাধনপুর পুঙ্গ শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষে ছাত্রী ছিলো।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. উজ্জল হোসেন বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস