Alexa আবারো একসঙ্গে আসিফ-ডলি

আবারো একসঙ্গে আসিফ-ডলি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬ ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৭:১১ ১১ জানুয়ারি ২০১৯

আসিফ আকবর ও ডলি সায়ন্তনী

আসিফ আকবর ও ডলি সায়ন্তনী

বাংলা সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী জুটি হয়ে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। মাঝে দীর্ঘ সময় গান থেকে দুরে ছিলেন তারা। তবে আসিফ সেই বিরতি ভেঙে ফিরেছেন এক বছরেও বেশি সময় আগে। ফিরেই চমক দেখিয়েছেন তিনি, ভক্তদের উপহার দিয়েছেন দারুণ কিছু গান। যার ভিডিওতেও তার উপস্থিতি নজর কেড়েছে সর্বমহলে। 

এদিকে, অসিফ ফিরলেও ডলি সায়ন্তনী ছিলেন আড়ালেই। এবার বিরতি ভেঙে ফিরলেন তিনিও। ‘মন হয়ে যায় ভালো’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে ডলির সঙ্গে গেয়েছেন আসিফ আকবর। 

আসিফ-ডলির এই নতুন গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। এছাড়া গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। গানটির ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মডেল-অভিনেত্রী আরশি হোসাইন।

 আসিফের সঙ্গে মডেল-অভিনেত্রী আরশি হোসাইন

‘মন হয়ে যায় ভালো’ গানটি প্রযোজনা করেছেন ‘সাউন্ডেক’। আগামী ২৪ জানুয়ারি গানটি প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানা গেছে। 

ডেইলি বাংলাদেশ/এমএস/এনএ