Alexa আফগান সীমান্তে চার পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তে চার পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:১৬ ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৮:৫৯ ১৫ সেপ্টেম্বর ২০১৯

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। দুটি আলাদা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানায়, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত আব্বা খেল এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। সেখানে একটি নিয়মিত সেনা টহল দলের উপর গত রাতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় মারা যান ২৩ বছর বয়সী সিপাহী আক্তার হোসেন। এ সময় পাক সেনাদের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয় বলে জানিয়েছে।

অন্য ঘটনায় আফগান সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের সময় পাক সেনাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন।

গত কয়েক বছর ধরে খায়বার-পাখতুনখোয়া প্রদেশের পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। তার পরেও মাঝেমধ্যেই সন্ত্রাসীরা ছোটখাটো হামলা চালাচ্ছে।

ডেইলি বাংলাদেশ/আরএ