Alexa আফগানদের ডমিনেট করতে চায় বাংলাদেশ

আফগানদের ডমিনেট করতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১৫ ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ১৭:৩৬ ২৫ আগস্ট ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের পর থেকেই ব্যস্ত টাইগাররা। ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দুই নতুন কোচের অধীনে চলছে কঠোর পরিশ্রম। এর একটাই উদ্দেশ্য, আফগানদের ডমিনেট করতে চায় বাংলাদেশ।

বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে ওঠার পালা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে। তারপরই শুরু হবে জিম্বাবুয়েকে যোগ করে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। তার আগে অবশ্য টেস্ট ম্যাচটায় জয় চাই। টেস্ট ক্রিকেটের নতুন সদস্য আফগানিস্তানের কাছে যদি হেরে যায় তাহলে মুখ লুকানোর জায়গা থাকবে না টাইগারদের!

গতকাল আঙুলে চোট পাওয়ায় অনুশীলনে নেই মেহেদী হাসান মিরাজ। তবু মাঠে এসেছেন সতীর্থদের অনুশীলন দেখতে।

রোববার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। ‘আঙুল আগের থেকে অনেকটা ভালো। আশা করছি আগামী তিন-চারদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।এরপর অনুশীলন শুরু করতে পারব।’

মিরাজ খুশি সতীর্থদের কঠোর পরিশ্রম দেখে, আমার কাছে অনেক ভালো লাগতেছে সবার পরিশ্রম দেখে। আল্লাহর রহমতে ভালো কিছু হবে। দলের সিনিয়র যারা আছে তারা অনেক পরিশ্রম করে। সাকিব ভাইকে দেখেছি বিশ্বকাপ চলাকালীন অনেক পরিশ্রম করেছে। মুশফিক ভাই, রিয়াদ ভাই ওনাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।

টেস্ট ক্রিকেটে আফগানদের ডমিনেট করতে চায় বাংলাদেশ। মিরাজ বলেন, আমরা ডমিনেট করে খেলার চেষ্টা করব। সেরকম আমরা কাজ করছি এবং আমরা ওদের থেকে অনেক এগিয়ে থাকব। তারপরও খেলায় হারজিত থাকবে। ভালো সময় খারাপ সময় থাকবে, এটাই মেনে নিতে হয়। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি যাতে আমরা প্রমাণ করতে পারি, আমরা ওদের থেকে ভালো দল। শেষ কয়েক বছরে যে ক্রিকেট খেলেছি ওইভাবেই আমরা খেলার চেষ্টা করব।

আফগানদের মূল শক্তির জায়গাটা স্পিনে। বাংলাদেশের কন্ডিশন ওদের জন্যও সমান সহায়ক বলে মনে করা হলেও মিরাজ বলছেন, একটা জিনিস দেখেন, আমাদের বোলারদের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। বিশেষ করে সাকিব ভাই। ১৩-১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, সফল খেলোয়াড়। তাইজুল ভাই একটা উইকেট পেলে একশ উইকেট হয়ে যাবে। আমারও ১৩-১৪টা টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। সবমিলে ওদের থেকে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি।

মিরাজ মনে করিয়ে দেন, টেস্ট ক্রিকেটের সঙ্গে ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটের কতোটা পার্থক্য।

‘আমি বলব, ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে টেস্ট ক্রিকেটের অনেক পার্থক্য আছে। যেমন ওরা ওয়ানডে, টি-টোয়েন্টিতে রান সেভ দিয়ে বল করে এর জন্য ব্যাটসম্যান চার্জ করে খেলে। টেস্ট ক্রিকেটে তো ওরকম না যে জোরে মারা বা চার্জ করে ক্রিকেট খেলা। যতক্ষণ ভালো বল করবে ততক্ষণ সারভাইব করবে, একটা বল খারাপ করলে ওইটা মারবে এটাই টেস্ট ক্রিকেট।’

নিজেদের মাঠে খেলা। সেটা ঢাকা বা চিটাগং হলেও এ নিয়ে ভাবছেন না এই অলরাউন্ডার।

‘মিরপুর কিংবা চট্টগ্রামে যেখানেই খেলা হোক না কেন দুইটাই আমাদের হোম কন্ডিশন। আমরা জানি এখানে আমাদের কিভাবে খেলতে হবে। হ্যাঁ ওরাও খেলেছে তবে ওয়ানডে বা টি-টোয়েন্টি। টেস্ট ক্রিকেট খেলেনি। আমরা চেষ্টা করব আমাদের কন্ডিশনটা আমাদের কাজে লাগানোর জন্য।’।

ডেইলি বাংলাদেশ/আরএস