Alexa আন্দোলনকারীদের রুখতে মুখোশ নিষিদ্ধ করল হংকং

আন্দোলনকারীদের রুখতে মুখোশ নিষিদ্ধ করল হংকং

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:০৯ ৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:১৭ ৫ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আন্দোলনকারীদের রুখতে মুখোশ নিষিদ্ধ করেছে হংকংয় সরকার। এখন থেকে বিক্ষোভের সময় কোনো অবস্থাতেই মুখোশ পরিধান করে আন্দোলন করা যাবে না।

শুক্রবার এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন দেশটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লাম।

তিনি বলেন, মুখোশধারীদের আড়ালে বিদেশিদের হাত রয়েছে। এই আন্দোলনের মাধ্যমে হংকংকে ধ্বংস করা হচ্ছে। আন্দোলনের নামে এমন সন্ত্রাসী কার্যক্রম মেনে নেয়া যায় না। পরিস্থিতি স্বাভাবিক করতে মুখোশধারীদের গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, আন্দোলনকারীরা এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এই আদেশকে তারা সাম্রাজ্যবাদী হিসেবে আখ্যা দিয়েছেন। প্রশাসনের চাপ থাকলেও তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএ