Alexa আদালতে জামিন নিতে এসে মারা গেলেন আসামি

আদালতে জামিন নিতে এসে মারা গেলেন আসামি

দিনাজপুর প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০০ ৫ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুর আদালতে মামলার জামিন নিতে এসে নূর হোসেন নামের এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা জজকোর্ট আদালতের বারান্দায় তার মৃত্যু হয়। 

মৃত নূর দিনাজপুরের নবাবগঞ্জের আন্দোলনপুর নয়াপাড়ায় গ্রামের কফিল উদ্দীনের ছেলে। তিনি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন। 

দিনাজপুর কোর্ট পুলিশের এসআই ইসরাইল হোসেন জানান, নূর হোসেনের বিরুদ্ধে ২০১৩ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়। সেই মামলার রায় বৃহস্পতিবার ঘোষণার কথা ছিল। তিনি এ মামলায় জামিন নিতে আসেন। তবে হঠাৎ অতিরিক্ত রক্তচাপের কারণে আদালতের বারান্দায় তিনি মারা যান।  

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ