আত্রাইয়ে মাদক বিরোধী সভা
আত্রাই (নওগাঁ) প্রাতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:১৮ ২৫ জানুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ
নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী সভা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বান্দাইখাড়া বাজারে আব্দুল খালেক বিশ্বাসের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় বান্দাইখাড়া গ্রামের মাদক সেবনকারী ও বিক্রেতা ফজলুল হক সবকিছু ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরার প্রতিশ্রুতি দেয়ায় তাকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে মাদক সন্ত্রাস ও বাল্যবিয়ের বিষয়ে বক্তব্য রাখেন ওসি মোসলেম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী লীগ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক রুহুল আমীন কাজল, ইউপি সদস্য জমির উদ্দিন, আত্রাই প্রেস ক্লাব সম্পাদক নাজমুল হোসেন সেন্টু প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/জেএইচ