Alexa আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে লাশ হলেন গৃহবধূ

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে লাশ হলেন গৃহবধূ

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫১ ৬ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরার বাইপাস সড়কের খেজুরডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন সদর উপজেলার তালতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রফিকুল ও তার স্ত্রী মোটরসাইকেলে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। বাইপাস সড়কের খেজুরডাঙ্গা এলাকায় পৌঁছালে সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুইজনই ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোমেনাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর