Alexa আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ভারতীয় পেসার!

আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ভারতীয় পেসার!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০১ ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:০৩ ২০ জানুয়ারি ২০২০

ফাইল ফটো

ফাইল ফটো

ভারতীয় ক্রিকেট দলে একসময় নিয়মিত মুখ ছিলেন প্রবীন কুমার। তবে বাদ পড়ার পর আর সেভাবে ফিরতে পারেননি। একসময় এতটাই হতাশ হয়ে পড়েন যে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মানসিক অসুস্থতা ও একাকীত্ব থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন এই ভারতীয় পেসার।

সম্প্রতি এক আলাপচারিতায় ৩৩ বছর বয়সী প্রবীন বলেন, ‘এক রাতে গাড়ি নিয়ে হরিদ্বারের হাইওয়েতে বের হই। সেসময় সঙ্গে পিস্তল ছিল। আমার বারবার মনে হচ্ছিল এসব কি? সব কিছু শেষ করতে হবে। এসব ভেবে নিজেকে গুলি করতে উদ্যত হই। তবে হঠাৎ চোখে পড়ে গাড়িতে থাকা নিজের সন্তানদের ছবি। তাদের দিকে তাকিয়ে আর কিছু করতে পারিনি।’

এই ঘটনার পর মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেন প্রবীন। ভীষণ ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। এ ক্রিকেটার আরো যোগ করেন, ‘কথা বলার একটা লোক নেই। বিরক্তি আমাকে গ্রাস করে ফেলেছিল। নিজের সুইচ অফ করতে পারছিলাম না।’ 

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রবীন। সব ফরম্যাট মিলিয়ে মোট ১১২টি উইকেট শিকার করেছেন তিনি। ২০১২ সালে টিম থেকে বাদ পড়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েন এই পেসার। এরপর আর জাতীয় দলে ফিরতে পারেননি তিনি।

ডেইলি বাংলাদেশ/এএল