Alexa আট শতাধিক ফেনসিডিলসহ আটক ২

আট শতাধিক ফেনসিডিলসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪৪ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে প্রাইভেটকারে ফেনসিডিলের চালান বিক্রির সময় দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ ওই প্রাইভেটকারটি আটক করা হয়।

আটকরা হলেন বরিশালের ফকির বাড়ি সড়রে অনিল দাসের ছেলে বিকাশ কর্মকার ও ফরিদপুরের কোমরপুরের খন্দকার আব্দুল জব্বারের ছেলে খন্দকার রফিকুজ্জামান রফিক রঞ্জু।  

র‌্যাব-৮, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, রাতে সদরপুরের আটরশি আলিয়া মাদরাসার পাশে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। আটকদের সেখানে বিক্রির জন্য প্রাইভেটকারে এসব ফেনসিডিল নিয়ে অবস্থান করছিলো।

উদ্ধারকৃত ফেনসিডিল ও অন্যান্য আলামতসহ তাদের বিরুদ্ধে ফরিদপুরের সদরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। এই মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য আসামীদের আটকের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/জেএস