আজব কুকুর, ডাকে মুরগির মতো! (ভিডিওসহ)
মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৮:৫৭ ১৪ মার্চ ২০২০ আপডেট: ০৯:০৫ ১৪ মার্চ ২০২০

ছবি: সংগৃহীত
কুকুর, বেড়াল, এমন নানা পোষ্যের কাণ্ড ফেসবুকে নানা সময়ে ভাইরাল হয়। কিন্তু এই ভিডিওটি আলাদা সবকিছুর থেকে। সকালবেলা কুকুরটিকে খেতে দেয়া হয়েছে, দূর থেকে শোনা যাচ্ছে মুরগির ডাক। আর একটু পর কুকুরটি নিজের ডাক ভুলে ডাকছে মুরগির মতো। যে কেউ ভিডিওটি না দেখে শুধুমাত্র শুনলে মনে করবে মুরগিই যেন ডাকছে।
এমন ঘটনাকে আসলে হাউলিং বলে। কুকুর সাড়া দিতে যেভাবে ডাকে, মুরগির ডাকটিও কিছুটা তেমন। সেই ডাকের অনুকরণ করে কুকুরটি একেবারে অবিকল মুরগির মতো করে ডাকছে। হাউলিং হয়ে গিয়েছে মুরগির ডাক।
খুদে কুকুরের এই কাণ্ড দেখে অনেকেই বলছেন, কুকুর মুরগি হল কী করে?
মুরগির মতো কুকুরের ডাকের ভিডিওটি:-
ডেইলি বাংলাদেশ/টিএএস