Alexa আগুন পোহাতে গিয়ে দগ্ধ যুবকের মৃত্যু

আগুন পোহাতে গিয়ে দগ্ধ যুবকের মৃত্যু

রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১৩ ২০ জানুয়ারি ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আগুন পোহাতে গিয়ে দগ্ধ নুর ইসলাম ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

নুর ইসলামের বাড়ি রংপুর মহানগরীর হাজীরহাট এলাকায়। গত ১৪ জানুয়ারি রাতে দগ্ধ অবস্থায় নুর ইসলামকে হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এমএ হামিদ পলাশ জানান, শীতে আগুন পোহানোর সময় নূর ইসলামের লুঙ্গিতে আগুন লাগে। এতে নুর ইসলামের শরীরের অর্ধেকেরও বেশি অংশ পুড়ে যায়। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়। 

এদিকে চলতি শীত মৌসুমে ৩২ দিনে আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ১৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরমধ্যে ৮ নারী, ৩ পুরুষ ও ২ শিশু রয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ২০ দগ্ধ। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি বাংলাদেশ/জেএইচ