Alexa আগামী ছবিতেও পুলিশের চরিত্রে সালমান

আগামী ছবিতেও পুলিশের চরিত্রে সালমান

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:০১ ১২ অক্টোবর ২০১৯  

সালমান খান

সালমান খান

সালমান খান সদ্য শেষ করেছেন ‘দাবাং ৩’ ছবির শুটিং। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে এরইমধ্যে শোনা যাচ্ছে, ৪ নভেম্বর থেকে শুরু হবে সালমানের আগামী ছবি ‘ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড কপ: রাধে’ ছবির শুটিং। 

‘ইনশাল্লাহ’র কাজ স্থগিত হয়ে যাওয়ার পরে আগামী ঈদে সালমানের কোন ছবিটি আসবে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। মনে করা হচ্ছে, এই ছবিটি ঈদে আসতে পারে। প্রভু দেবা পরিচালিত ‘ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড কপ: রাধে’ কোরিয়ান ছবি ‘দ্য আউটল’-এর রিমেক। 

‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির পরে আরো এক বার পুলিশের চরিত্রে সালমান। গ্যাংস্টারদের শেষ করার জন্য ভাইজানের লুক ও চরিত্র ‘চুলবুল পাণ্ডে’র চেয়ে এখানে কতটা আলাদা হয়, সেটাই এ বার দেখার বিষয়।

ডেইলি বাংলাদেশ/টিএএস