Alexa আখাউড়া থেকে নয় রোহিঙ্গা আটক

আখাউড়া থেকে নয় রোহিঙ্গা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৪৬ ১১ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ নয় রোহিঙ্গাকে আটক করেছে। মঙ্গলবার রাত পৌনে ৩টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন সৈয়দ আলম, মো. ইউনুছ, আমেনা খাতুন, মাজেদা খাতুন, ছেনরা খাতুন, ময়ূরা বেগম, আয়েশা বিবি, জান্নাত ও আজিজুর রহমান।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন জানান, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রাম থেকে আসা নয় রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু মঙ্গলবার রাতে অবৈধভাবে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। 

তিনি আরো জানান, সীমান্ত এলাকায় গিয়ে সুবিধা করতে না পেরে তারা আখাউড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সেখানেই তাদেরকে আটক করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেএস