Alexa আখাউড়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

আখাউড়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১২ ১২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক সুমা আক্তার রাজধানীর শনির আখড়ার ইউনুস মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা রেলক্রসিং থেকে তাকে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোড্ডা রেলক্রসিং থেকে সুমা আক্তারকে আটক করা হয়েছে। এ সময় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর