Alexa আখাউড়ায় সুবিধা বঞ্চিত অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ 

আখাউড়ায় সুবিধা বঞ্চিত অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪৪ ২২ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুবিধা বঞ্চিত অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের দেবগ্রাম  এলাকায় ওয়ার্ক ফর ইসমাইল সংগঠনের আয়োজনে ২৫০ জন সুবিধা বঞ্চিত অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

এতে উপস্থিত ছিলেন দেবগ্রাম ওয়ার্ক ফর ইসমাইল সংগঠনের প্রতিষ্ঠাতা জার্মান প্রবাসী মো. হামিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সংরক্ষিত সদস্য সৈয়দা নাখলু আক্তার,উপজেলা কৃষক লীগের সভাপতি  মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মঞ্জুয়ারা বেগম, অ্যাড. আল-আমিন চৌধুরী,  সমাজ সেবক আতিকুজ্জামান লেলিন,মো. কাদিরুজ্জামান প্রমুখ। 

জার্মান প্রবাসী মো. হামিদুজ্জামান, বলেন, শীতে সুবিধা বঞ্চিত অসহায় গরিব লোকেরা গরম কাপড় না থাকার কারণে কষ্ট করে থাকে। তাদের এ কষ্ট অনুভব করে কষ্ট লাগবের জন্য মূলত তাদের হাতে কম্বল তুলে দেয়া । 

তিনি বলেন, সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে তাদের কষ্ট থাকবে না। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ডেইলি বাংলাদেশ/জেএইচ