আখাউড়ায় দুই আসামি গ্রেফতার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৪:৪৪ ১১ নভেম্বর ২০১৯ আপডেট: ০৪:৪৬ ১১ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পৌর শহরের দুর্গাপুর ও উপজেলার বড় গাংগাইল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার দুর্গাপুরের দুলাল মিয়ার ছেলে সুমন ও বড় গাংগাইল গ্রামের জলিলের ছেলে সজিব।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ বলেন, পরোয়ানাভুক্ত আসামি সুমন নিজ এলাকা দুর্গাপুরে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সুমনকে গ্রেফতার করে থানায় আনা হয়।
অপরদিকে, আরেক পরোয়ানাভুক্ত আসামি সজিবের অবস্থান জানার পর অভিযান চালানো হয়। অভিযানে সজিবকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাকেও থানায় আনা হয়।
ওসি আরো বলেন, গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করা হবে। আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ