আখাউড়ায় ট্রেনে পাথর নিক্ষেপকারীসহ দুইজন আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৫৭ ২৩ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থান থেকে পাথর নিক্ষেপকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে রেলওয়ে স্টেশন ও মোগড়া ইউপির নয়াদিল রেলওয়ে সেতু থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নয়াদিল গ্রামের হিরন মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ও শরিয়তপুরের জলিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, মোগড়া ইউপির নয়াদিল রেলওয়ে সেতু এলাকায় ট্রেন ধীর গতিতে চলে। এ সুযোগে দরজা বা জানালার কাছে থাকা যাত্রীরা মোবাইলে কথা বলেন। ফলে ট্রেনের বাইরে থেকে মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এমন অনেক অভিযোগের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী সাদ্দামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ট্রেনে পাথর নিক্ষেপের একাধিক অভিযোগ রয়েছে।
অপরদিকে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ জসিমকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ