Alexa আকাশ থেকে পানি ছোঁড়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত

আকাশ থেকে পানি ছোঁড়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:২৭ ১৩ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

অস্ট্রেলিয়ার দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ড ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, পিসি দাবানল এলাকায় আকাশ থেকে পানি ছোঁড়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

তিনি বলেন, আমরা পাইলটের অবস্থা জানার চেষ্টা করছি। ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ