Alexa আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা বুধবার 

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা বুধবার 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:০০ ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২৩:০২ ৩ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগের লোগো

আওয়ামী লীগের লোগো

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হবে। গণভবনে ওইদিন বিকেল ৪টায় এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যথা সময়ে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর বৈঠক হওয়ার কথা থাকলেও গত তিন বছরের মধ্যে এবারই প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জাআ/আরএইচ