Alexa আওয়ামী লীগের খাদ্য উপ-কমিটির সভা আজ

আওয়ামী লীগের খাদ্য উপ-কমিটির সভা আজ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:৪০ ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৮:৩৭ ৭ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে দলের খাদ্য উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।

আওয়ামী লীগ দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন- খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

খাদ্য উপ-কমিটির সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/আরএ/টিআরএইচ