Alexa আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩০ ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:৫১ ১২ জানুয়ারি ২০২০

সাঈদ খোকন

সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ সাঈদ খোকনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আলহাজ সাঈদ খোকনকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত হওয়ার পর ২০১৫ সালের ২৮ এপ্রিল দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন।

এবারও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে তার জায়গায় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির ছেলে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।   

পুরান ঢাকার ছেলে খোকন এর আগে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটির সদস্য ছিলেন। তার বাবা হানিফ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সাঈদ খোকনকে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

ডেইলি বাংলাদেশ/জাআ/এমআরকে