Alexa আইসিইউ থেকে ছাড়া পেলেও এখনো হাসপাতালেই দীপঙ্কর

আইসিইউ থেকে ছাড়া পেলেও এখনো হাসপাতালেই দীপঙ্কর

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:২৭ ১৯ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

আগের থেকে ভাল আছেন অভিনেতা দীপঙ্কর দে। তার শারীরিক অবস্থাও এখন অনেকটাই স্থিতিশীল। শুক্রবার বিকেলে আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়ায় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। রাখা হয়েছিল আইসিইউতে।

শনিবার ভারতীয় গণমাধ্যমকে দীপঙ্করের স্ত্রী দোলন বলেন, আগের থেকে এখন অনেকটাই ভাল আছে। শ্বাসকষ্ট নেই। আইসিইউ থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আপাতত জেনারেল বেডে রাখা হয়েছে।

যদিও বিপদ কেটে গেলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না দীপঙ্করকে। পালমোনোলজিস্ট অংশুমান মুখোপাধ্যায় ও ক্রিটিকাল কেয়ার স্পেশ্যালিস্ট সুশ্রুত বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করেছিলেন দীপঙ্কর দে এবং দোলন রায়। বিয়ের পরদিনই তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। 

শুক্রবার দোলন জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই সিওপিডির রোগী দীপঙ্কর। শুক্রবার বিকেলে আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেইলি বাংলাদেশ/টিএএস