অনাবৃত হয়ে আইরিনের উষ্ণ ছবি প্রকাশ
বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৯:২০ ২২ নভেম্বর ২০১৯ আপডেট: ০৯:৩৮ ২২ নভেম্বর ২০১৯

আইরিন। ছবি: সংগৃহীত
চলচ্চিত্রের সাহসী মুখ আইরিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনাবৃত একটি ছবি শেয়ার করেছেন। এতে বলা যায়, সাহসিকতারই পরিচয় দেখিয়েছেন এ মডেল ও অভিনেত্রী।
আইরিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনাবৃত হয়ে ওই ছবি প্রকাশ করেছেন। আর ছবি প্রকাশের পরই তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সেদিকে আইরিনের ভ্রুক্ষেপ নেই।
২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশি মিডিয়ায় আসেন আইরিন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। এছাড়া অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘সেই তুমি’, ‘টাইম মেশিন’, ‘পদ্মার প্রেম’ সিনেমায়।
অন্যদিকে টিভি নাটকেও অভিনয় করেছেন। আশুতোষ সুজন পরিচালিত ‘ম্যানপাওয়ার’ তার অভিনীত প্রথম প্রচারিত নাটক। এছাড়া অভিনয় করেছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘তবুও সংশয়’ ও ‘জলছবি ‘ নাটকে।
এছাড়া দেশে এবং বিদেশে বহু র্যাম্প মডেলিংয়ে অংশ নেয়া আইরিন টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘রবি’র তোমাকে দিয়ে কিছু হবে না’, ‘প্রাণ ডাল’, ‘জেনোসিস রিয়েল এস্টেট’, ‘আখতার ফার্নিচার’ এর মধ্যে অন্যতম।
ডেইলি বাংলাদেশ/জেডআর