Alexa আইআইটি’র ক্লাসরুমে শিক্ষিত গরু! (ভিডিও)

আইআইটি’র ক্লাসরুমে শিক্ষিত গরু! (ভিডিও)

নিউজ ডেস্ক  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩৩ ২৯ জুলাই ২০১৯   আপডেট: ১৫:১৫ ১৩ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিন কয়েক আগে ক্যাম্পাসে ষাঁড়ের গুঁতোয় জখম হয়েছিলেন এক শিক্ষার্থী। আর এবার সটান ক্লাসরুমে ঢুকে পড়ল গরু! এমনই ঘটনা ঘটেছে ভারতে অন্যতম প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বোম্বেতে। যে সময় ঘটনাটি ঘটে সে সময় এক অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন। ক্লাসরুমের মধ্যে 'গোমাতার' এমন আকস্মিক 'আবির্ভাবে' সবাই হকচকিয়ে যান। 

আইআইটি বম্বের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে গরু ঢুকে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এনিয়ে মজার মজার মন্তব্য করেছেন ইউজাররা। ট্যুইটারে এক ব্যক্তি লিখেছেন, 'জয়েন্ট এনট্রান্স পরীক্ষা না দিয়েই কীভাবে গরুটি ক্লাসে ঢুকল?' 

আইআইটি বম্বের ক্যাম্পাসের ভেতরে গরু-ষাঁড় ঘুরে বেড়ায় যত্রতত্র। কর্তৃপক্ষ এর আগে একাধিকবার সেগুলোকে বের করে দেয়ার উদ্যোগ নিলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। 

অনেকেরই বক্তব্য, ক্যম্পাসের ভেতরে গরু-ষাঁড়গুলো প্রথম থেকেই রয়েছে। যে কারণে সম্প্রতি ক্যাম্পাসের মধ্যেই গোশালা তৈরির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেএইচ