Alexa আংশিক মেঘলা থাকতে পারে

আংশিক মেঘলা থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৩৭ ১৯ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে এবং ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকালে ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল বুধবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে। 

আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ