Alexa অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাণ হারালেন নায়িকা

অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাণ হারালেন নায়িকা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৫১ ২২ অক্টোবর ২০১৯  

মারাঠি নায়িকা পূজা জুঞ্জর

মারাঠি নায়িকা পূজা জুঞ্জর

ভারতের মহারাষ্ট্রের হিঙ্গোলিতে হাসপাতালে নেয়ার পথেই মারা গেলেন মারাঠি সিনেমার নায়িকা পূজা জুঞ্জর। হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে তার। কিন্তু হাসপাতালে নেয়ার জন্য অনেক চেষ্টা করেও জোগাড় করা যায়নি একটি অ্যাম্বুলেন্স। হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

গত রোববার ভোর সাড়ে ৬টায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বাই থেকে ৫৯০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৫ বছর।

ভারতীয় এক গণমাধ্যমের খবর অনুযায়ী পুলিশ সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন ওই অভিনেত্রী। রোববার ভোরে প্রসব ব্যথা উঠলে, তাকে গোরেগাঁওয়ের এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্তানের জন্ম দেন পূজা।

কিন্তু, কয়েক মিনিটের মধ্যেই সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়। তৎক্ষণে পূজাও অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক পূজাকে হিঙ্গোলির সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। গোরেগাঁও থেকে ৪০ কিলোমিটার দূরে ওই হাসপাতাল। অ্যাম্বুলেন্স না পাওয়াই দেরি হয় হাসপাতালে নিতে। পথেই মারা যান নায়িকা।

ডেইলি বাংলাদেশ/এমআরকে