Alexa অস্ত্র-ইয়াবাসহ ডাকাত সর্দার আটক

অস্ত্র-ইয়াবাসহ ডাকাত সর্দার আটক

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:০৬ ১৮ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ফরিদপুর জেলার সালথা থানার ফুলবাড়িয়া গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তালিকাভুক্ত ডাকাত সর্দার ফরিদ কাজীকে আটক করা হয়েছে। এ সময় ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি দেশীয় ছুরি, ১টি ড্রেগার ও ১২০টি ইয়াবা পাওয়া যায়।

আটক ফরিদ কাজী ফুলবাড়িয়া গ্রামের মন্টু কাজীর ছেলে।

ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদ কাজীকে সোমবার ভোরে ফুলবাড়িয়া গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়। এ ব্যাপারে সালথা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।

তিনি আরো জানান, সে একজন ডাকাত সর্দার ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুরের বিভিন্ন থানায় ৬টি, গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৪টি ও মাদারীপুর জেলার রাজৈর থানায় ১টিসহ ১১টি মামলা আছে। এছাড়া গোপালগঞ্জের মোকসুদপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ