Alexa অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের মধ্যে স্বস্তি নিয়ে এলো বৃষ্টি

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের মধ্যে স্বস্তি নিয়ে এলো বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:২৯ ১৬ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলা ভয়াবহ দাবানলের মধ্যে আকস্মিক বৃষ্টি হওয়ায় সাময়িক স্বস্তি ফিরেছে দেশটিতে।

বৃহস্পতিবার দাবানলে জ্বলতে থাকা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সঙ্গে কিছু ‍কিছু স্থানের ওপর দিয়ে হাল্কা ঝড়ো বাতাসও বয়ে যায়। ফলে সেখানে তাপমাত্রা হ্রাস পাওয়াসহ দাবানলের তীব্রতাও কিছুটা কমে এসেছে।

তবে দেশটির অন্যান্য অঞ্চলে দাবানলের অবস্থা আগের মতই আছে।

গত বছরের জুলাই থেকে শুরু হওয়া ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে, আয়তনে যা প্রায় দক্ষিণ কোরিয়ার সমান। এছাড়া প্রাণ হারিয়েছে অন্তত ২৮ জন লোক, আর নিরবে মৃত্যু হয়েছে ৫০ কোটিরও বেশি প্রাণীর।

অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর দাবানল হিসেবে এরই মধ্যে রেকর্ডবুকে স্থান করে নিয়েছে এটি।

সূত্র: বিবিসি

ডেইলি বাংলাদেশ/মাহাদী