Alexa অস্ট্রেলিয়ায় দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩

অস্ট্রেলিয়ায় দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২৩ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় দমকল বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় তিন মার্কিন বাসিন্দা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার আগে নিউ সাউথ ওয়েলসের (এনএসডাব্লিউ) দক্ষিণাঞ্চলে পানি বহনকারী হারকিউলিস সি-১৩০ বিমানটি ক্রুসহ   নিখোঁজের খবর পাওয়া যায়। তবে বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার এনএসডাব্লিউ‘র প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, রাজধানী ক্যানবেরার দক্ষিণে স্নোয়ি মাউনটেইনসে বিমানটি বিধ্বস্ত হয়। সে সময়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বিমানে থাকা তিন ক্রু সদস্যকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে কর্মকর্তাদের মতে তারা মার্কিন বাসিন্দা। 

এনএসডাব্লিউ‘র রুরাল ফায়ার সার্ভিস জানিয়েছে, চলতি মৌসুমে দাবানলের বিরুদ্ধে লড়তে সাহায্য করার জন্য এই ক্রু সদস্যরা অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। বিধ্বস্ত হারকিউলিস সি-১৩০ বিমানটি এই অঞ্চলে দাবানলের আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল।

এনএসডাব্লিউ‘র রুরাল ফায়ার সার্ভিস কমিশনার শেন ফিৎজসিমনস জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণটি এখনো আমাদের কাছে পরিষ্কার নয়।

সূত্র- বিবিসি

ডেইলি বাংলাদেশ/এসএমএফ