Alexa অস্ট্রেলিয়ার দাবানল প্রসঙ্গে সুখবর দিলো আবহাওয়া অফিস

অস্ট্রেলিয়ার দাবানল প্রসঙ্গে সুখবর দিলো আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:১৭ ১৭ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল থামছেই না। কয়েকদিন অপ্রতুল বৃষ্টি হলেও ফের দাবালন আগের অবস্থানে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আড়াই মাস পর দাবানল নেভার সুখবর দিলো দেশটির আবহাওয়া অফিস।-খবর রয়টার্সের।

বৃহস্পতিবার আবহাওয়া অফিসের এক বার্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাত হতে পারে। এতে চলমান দাবানল থেকে মুক্তি পেতে পারেন দেশটির বাসিন্দারা।

প্রতিবেদনে আরো জানানো হয়, দেশটির পূর্ব উপকূলীয় এলাকায় ১ মার্চ থেকে ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারের দাবানল নিভতে প্রচুর পরিমাণের বৃষ্টির প্রয়োজন।

আবহাওয়া অফিস আরো জানায়, বেশ কয়েকদিনের বৃষ্টিতে দাবানলের তীব্রতা কমলেও ফের বাড়ার শঙ্কা রয়েছে।

অস্ট্র্রেলিয়ার দাবানলে ২৭ ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। একই কারণে ৮০ কোটি প্রাণীর মৃত্যুর পাশাপাশি অসংখ্য গাছ পুড়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ