Alexa অস্কারজয়ী অভিনেত্রী আটক

অস্কারজয়ী অভিনেত্রী আটক

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০১ ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:০৪ ১৩ অক্টোবর ২০১৯

জেন ফন্ডা

জেন ফন্ডা

অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডাকে আটক করেছে মার্কিন পুলিশ। বেআইনিভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ায় অপরাধে শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল থেকে আটক হন তিনি। শুধু  জেন ফন্ডাই নয়, একই অপরাধে আরো ১৬ জনকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান মার্কিন পুলিশের এক মুখপাত্র।

জানা গেছে, শুক্রবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এবং পরিবেশ রক্ষার দাবিতে বিক্ষোভ করছিলেন জেন ফন্ডা। সে সময় বিক্ষোভকারীদের মধ্যে থেকে কয়েকজনের আটক করে পুলিশ। এ সময় আটক হন জেন ফন্ডাও। এরপর তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়।

৮১ বছর বয়সী জেন ফন্ডারের গ্রেফতারের দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, উজ্জ্বল লাল রঙের ওভারকোট পরে বিক্ষোভে অংশ নেন জেন ফন্ডা। বিক্ষোভে তাকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। এক পর্যায়ে তার দু’হাতে হ্যান্ডকাফ পরিয়ে বিক্ষোভরতদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে নেয় পুলিশরা।

ডেইলি বাংলাদেশ/এনএ