Alexa অসুস্থ মায়ের শয্যার পাশেই ফাঁস নিলেন ছেলে!

অসুস্থ মায়ের শয্যার পাশেই ফাঁস নিলেন ছেলে!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৩৪ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:০৮ ১৯ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

অনেক দিন ধরেই মা অসুস্থ। পেশায় দিনমজুর ছেলে চিকিৎসার খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। অবশেষে উপায়ন্ত খুঁজে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কৃষ্ণপদ মণ্ডল (২৫)।

রোববার ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গা থানার হাদিপুর অঞ্চলের দেওয়ানআটি স্টেশনপাড়ায় এ ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম এই সময় এ তথ্য জানিয়েছে।

এই সময় জানায়, অসুস্থ প্রীতিকণা মণ্ডলের চিকিৎসার খরচ সামাল দিতে না পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন পরিবারের ওই বড় ছেলে। রাতে কোনো এক সময় আত্নহত্যা করেন কৃষ্ণপদ। পরে প্রতিবেশীরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, আচমকাই নয় মাস আগে কৃষ্ণপদ মণ্ডলের বাবা সমীর বাড়ি থেকে নিখোঁজ হন। এখনো তার খোঁজ মেলেনি। কৃষ্ণপদের মাও ভীষণ অসুস্থ। এসব পরিস্থিতি সামলাতে গিয়েই অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। রাতের দিকে মায়ের বিছানার পাশেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন কৃষ্ণপদ।

জানা গেছে, অর্থ উপার্জনের জন্য কৃষ্ণপদের ১৩ বছরের নাবালক ভাই অবিনাশকেও স্থানীয় একটি সাইকেল গ্যারেজে কাজ করতে হয়।

পুলিশের ধারণা, মানসিক অবসাদ থেকেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি বাংলাদেশ/জেডআর