Alexa ‘অর্ধেক’ দামে বিক্রি হচ্ছে গ্যালাক্সি নোট ৯

‘অর্ধেক’ দামে বিক্রি হচ্ছে গ্যালাক্সি নোট ৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:২৬ ১১ জুন ২০১৯  

গ্যালাক্সি নোট ৯

গ্যালাক্সি নোট ৯

দাম বেশি হওয়ায় অনেকের শখ থাকলেও হাতে তুলতে পারছেন না স্যামসাং গ্যালাক্সি নোট ৯। তাদের জন্য সুখবর, ডিভাইসটি কেনা যাচ্ছে আকর্ষনীয় মূল্য ছাড়ে। ইকমার্স সাইট অ্যামাজনে ফোনটির দাম এখন ৬৮০ ডলার।

গত বছর আগস্টে বাজারে আসে গ্যালাক্সি নোট ৯। তখন এই ফোনের দাম ছিলো প্রায় ১ হাজার ডলার (৯৪ হাজার ৯০০ টাকা)। ফোনটির রিফারবিশড সংস্করণেরও দাম কমানো হয়েছে। সেটা পাওয়া যাবে ৫০০ ডলারে। 

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নোট ৯-এ পাওয়া যাবে ছয় গিগাবাইট বা আট গিগাবাইট র‍্যাম। গ্যালাক্সি নোট ৮-এর চেয়ে সামান্য বড় পর্দা রাখা হয়েছে এটিতে। নতুন ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড কোয়াড এইচডি+ পর্দা। নোট ৮-এর পর্দা ছিল ৬.৩ ইঞ্চি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের নতুন ডিভাইসটি যাতে দ্রুত ঠাণ্ডা হয় তাই এতে ‘ওয়াটার কুলিং’ ফিচার যোগ করেছে স্যামসাং।

ডেইলি বাংলাদেশ/এনকে