Alexa অর্থ আত্মসাতের দায়ে খুলনা পলিটেকনিকের কোষাধ্যক্ষকে কারাদণ্ড

অর্থ আত্মসাতের দায়ে খুলনা পলিটেকনিকের কোষাধ্যক্ষকে কারাদণ্ড

খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৫ ৭ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

অর্থ আত্মসাতের দায়ে খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোষাধ্যক্ষ আইয়ুব আলী খানকে পাঁ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৩৯ লাখ ৪১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় দেন।  

বিশেষ জজ আদালতের পিপি শেখ লুৎফুল কবির জানান, ২০১৩ সালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অবস্থায় ৩৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৩ সালের ৩০ ডিসেম্বর আইয়ুব আলী খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ মামলা করেন পলিটেকনিকের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। দীর্ঘ শুনানি শেষে আইয়ুব আলী খানের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অর্থ আত্মসাত প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৩৯ লাখ ৪১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ