Alexa অমিতাভের নাতনির সঙ্গে প্রেম, যা বললেন ‘প্রেমিক’ মিজান!

অমিতাভের নাতনির সঙ্গে প্রেম, যা বললেন ‘প্রেমিক’ মিজান!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:১৩ ১২ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দার সঙ্গে নাকি তিনি প্রেম করছেন! এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। তবে এবার সেই জল্পনা গুজব বলে উড়িয়ে দিলেন জাভেদ জাফরির পুত্র তথা ‘সো কলড’ প্রেমিক মিজান।

খ্যতনামা ডান্সার জাভেদ জাফরি পুত্র মিজান জানান, আমরা দুজনেই ( মিজান ও নভ্যা) গ্রুপের বন্ধু ও আমার বোনের প্রিয় বান্ধবী। আমরা শুধুই ভালো বন্ধু। আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।।

প্রসঙ্গত, এর আগে শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গেও নভ্যা নভেলি নন্দার সম্পর্কে জড়ানোর কথা শোনা গিয়েছিল। পরে যদিও সেটা গুজব বলেই উড়িয়ে দেয় বচ্চন পরিবার।

ডেইলি বাংলাদেশ/টিএএস