অভিনেতা মজিবুর রহমান দিলু মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৯:১৮ ১৯ জানুয়ারি ২০২১ আপডেট: ০৯:২৪ ১৯ জানুয়ারি ২০২১

মজিবুর রহমান দিলু
প্রবীণ মঞ্চকর্মী ও অভিনেতা মজিবুর রহমান দিলু মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টা ৪৫মিনিটে রাজধানী ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর বিষয়টি তার বড় ভাই নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফুসফুসে সমস্যা নিয়ে গত মঙ্গলবার রাতে উত্তরার বাসার পাশেই একটি হাসপাতালে ভর্তি হন দিলু। ভর্তির পর চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের ফুসফুসের বাঁ পাশে ৭০ শতাংশ আক্রান্ত হয়েছে। আর ডান পাশে ১০ শতাংশ।
উল্লেখ্য, দিলুর অভিনয় শুরু মঞ্চ থেকে। ১৯৭২ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ১৯৭৬ থেকে নিয়মিত অভিনয় করছেন। মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘তথাপি’, ‘সময় অসময়’, ‘সংশপ্তক’ প্রভৃতি। মঞ্চে ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’ প্রভৃতি।
ডেইলি বাংলাদেশ/আরএইচ