Alexa অবশেষে স্থায়ী বহিষ্কার হলো খুবির সেই ধর্ষক

অবশেষে স্থায়ী বহিষ্কার হলো খুবির সেই ধর্ষক

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৪৪ ৯ আগস্ট ২০১৯   আপডেট: ২১:৫২ ৯ আগস্ট ২০১৯

ধর্ষক পাপ্পু কুমার মন্ডল

ধর্ষক পাপ্পু কুমার মন্ডল

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাপ্পু কুমার মন্ডলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

পাপ্পু চারুকলার প্রিন্টমেকিং ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার স্টুডেন্ট আইডি-১৬২৩১৭।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

জানা যায়, ৩ জুলাই বহিরাগত এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ ওঠে পাপ্পু কুমার মন্ডলের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন নিপীড়ন প্রতিরোধ সংক্রান্ত অভিযোগ কমিটিকে ঘটনা তদন্তের দায়িত্ব দেয়। গত ৪ আগস্ট তদন্ত কমিটি রিপোর্ট দাখিল করে। সিন্ডিকেটের জরুরি সভায় রিপোর্ট পর্যালোচনায় পাপ্পুর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর ফলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ

Best Electronics
Best Electronics