অবশেষে সন্ধান মিললো রাদিফের
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৩৯ ২ মার্চ ২০২০ আপডেট: ১২:৪৬ ২ মার্চ ২০২০

রাদিফ
দশ দিন নিখোঁজের পর অবশেষে সন্ধান মিলেছে স্কুলছাত্র রাদিফের (১৪)।
সোমবার রাদিফের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাদিফকে পাওয়া গেছে। সে এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে। তাকে ফিরে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাজধানী পিলখানার ৪ নম্বর গেট দিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল রাদিফ। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
নিখোঁজ হওয়ার পর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
ডেইলি বাংলাদেশ/এসআই