Alexa অফিসে এসে ঘুমালেই বাড়বে বেতন

অফিসে এসে ঘুমালেই বাড়বে বেতন

মজার খবর ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:১২ ৮ জুলাই ২০১৯   আপডেট: ১২:১৪ ৮ জুলাই ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

অফিসে কাজ করার ফাঁকে অনেকেই ঘুমিয়ে পড়েন। এ কারণে হয়তো অনেক সময় বসের সতর্কবার্তাও শুনতে হয়। কিন্তু জাপানের বেশ কিছু সংস্থার অফিসে ঠিক উল্টো নিয়ম। বরং সেখানে ঘুমালেই মিলবে বাড়তি টাকা!

অবাক হওয়ার কিছুই নেই। জিনিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অফিসগুলোতে ঘুমের জন্য বসের বাহবা পাওয়া যায়! এমনকি মাস শেষে বেতনের সঙ্গে বেশ কিছু বোনাস দেয়া হয়! অনেক সময় বেতনও বাড়ানো হয়।

চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত আট ঘণ্টা ঘুম প্রয়োজন। বলা বাহুল্য, কাজের চাপেই হোক বা অন্যান্য কারণে হোক, বেশিরভাগ মানুষই আট ঘণ্টার কম ঘুমান। পুরো বিশ্বেই ছাত্র ও চাকরিজীবীরা পর্যাপ্ত ঘুমের অভাবে ভোগেন সবসময়। জাপানের মানুষও একই সমস্যার শিকার। 

একজন জাপানি নাগরিক প্রয়োজনের তুলনায় প্রায় ৩৬ মিনিট কম ঘুমিয়ে থাকেন। আর সেই দিকে নজর দিয়েই কর্মচারীদের পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করছে জাপানের বিভিন্ন সংস্থা।

ডেইলি বাংলাদেশ/এনকে