Alexa অন্ধ সুদীপ দিতে চান বিচারক নিয়োগ পরীক্ষা

অন্ধ সুদীপ দিতে চান বিচারক নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২১ ৬ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় শ্রুতি লেখকের মাধ্যমে অংশ নিতে হাইকোর্টে রিট করেছেন ময়মনসিংহের নান্দাইলের দৃষ্টি প্রতিবন্ধী সুদীপ দাস। শ্রুতি লেখকের সহায়তায় তাকে সুযোগ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বুধবার সুদীপ দাসের পক্ষে আইনজীবী কুমার দেবুল দে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

আগামী শুক্রবার জুডিশিয়াল সার্ভিসের ত্রয়োদশ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে চান সুদীপ দাস।

আইনজীবী কুমার দেবুল দে বলেন, অন্ধ হওয়ার কারণে সুদীপ দাস পরীক্ষা দিতে পারছেন না। এটা সংবিধান পরিপন্থী। আশা করি, উচ্চ আদালতে প্রতিকার পাব।

ডেইলি বাংলাদেশ/এমআরকে