অন্তর্দাহ।। খাদিজা খানম
কবিতা ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩১ ২০ মার্চ ২০২০ আপডেট: ১৬:৩৩ ২০ মার্চ ২০২০

খাদিজা খানম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার
রেলিংয়ের পরে হাত দুখানি মোর
অলস বারান্দায়,
স্মৃতিরা আজ ভিড় করেছে
মনের মনিকোঠায়।
ওপারে আমার দৃষ্টির পথে
হাজার কথার ভীড়ে,
সময় যেন হাতছানি দেয়
অজানা স্বপ্ন নীড়ে।
সাদা মেঘে ভেসে গেছে মোর
স্বপ্ন মায়ার জাল,
কপোলে মাখানো অশ্রু মুছতে
হইনি বিহ্বল!
চাওয়া আর পাওয়ার আশার পথে
ফিরেছি শতবার,
মনের তীব্র দহনের উত্তাপ
ছড়িয়েছে বারংবার।
ডেইলি বাংলাদেশ/এআর