গৃহবধূকে মিথ্যা অপবাদে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৪
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:৪২ ২২ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৯:৪৯ ২২ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গা জীবননগরে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও তার প্রতিবেশীকে গাছে বেঁধে মারধরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উথলী গ্রামের তৌফিক, শিপন হোসেন, উসমান, ইদ্রিস। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, অনৈতিক সম্পর্কের মিথ্যা অভিযোগে ওই গৃহবধূ ও তার প্রতিবেশীকে গাছে বেঁধে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। এরপর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় তারা। ওই ঘটনায় শুক্রবার মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী। পরে চার যুবককে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর