Alexa অনুশীলনে আহত মিরাজ!

অনুশীলনে আহত মিরাজ!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১২ ২৩ জুন ২০১৯   আপডেট: ১৯:৪২ ২৩ জুন ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে সাউদাম্পটনে অনুশীলনে নেমেছিল টাইগাররা। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সাউদাম্পটনের রোজ বোলে নেটে মাশরাফির বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন করছিলেন সাব্বির রহমান। অদূরে সীমানার বাইরে প্যাড আপ করে ব্যাটিংয়ে নামার অপক্ষোয় ছিলেন মেহেদি হাসান মিরাজ। ব্যাটিংয়ে নামার আগ মুহূর্তে আইসিসিকে সাক্ষাতকার দিচ্ছিলেন। ঠিক ওই সময় মাশরাফির একটি ডেলিভারি লেগ অঞ্চলে চার্জ করে বসেন সাব্বির। বাউন্ডারির বাইরে বল আছড়ে পড়ে ওয়ান ড্রপে, গিয়ে আঘাত হানে মিরাজের মাথায়।

সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মিরাজ। দলের ফিজিও তিহান চন্দ্র মোহন এসে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মাঠের বাইরে নিয়ে যান।

আঘাত কতটা গুরুতর, এখনও পর্যন্ত এ সম্পর্কে জানা যায়নি। শুধু অচেতন অবস্থা থেকে উঠে দাঁড়ানোর পর ফিজিও থিহান চন্দ্রমোহনের তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী মিরাজ।

কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে মিরাজের মাথার আঘাতের আপডেট জানা যাবে। আপাতত সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে খুব বেশি সিরিয়াস আঘাত না হলেই খুশি হবেন টাইগার ভক্তরা।

ডেইলি বাংলাদেশ/এএল/আরএস

শিরোনামরাজশাহীতে পাসের হার ৭৬.৩৮% জিপিএ ৫ পেয়েছেন ছয় হাজার ৪২৯ শিরোনামবন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান শিরোনামদিনাজপুরে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৯ শিরোনামসিলেটে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৯৪ শিরোনামএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিরোনামপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিরোনামসেনাবাহিনী-বিজিবির চেষ্টায় বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক শিরোনামবিজিবি`র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত শিরোনামহজে যেয়ে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু শিরোনাম‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন আজ